
গাজীপুর জেলার, কালীগঞ্জ থানার, জামালপুর ইউনিয়নের জামালপুর গ্রামের দরিদ্র একজন মানুষ মোঃ সেলিম। শারীরিক ভাবে অসুস্থ্য থাকায় কাজ কর্ম করতে পারছিলেন না। টাকার অভাবে যেখানে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে তখন নিজের চিকিৎসা করানোটা খুব কষ্টকর হয়ে পড়েছিল মোঃ সেলিমের জন্য। দরিদ্র এই সেলিম ভাই তার চিকিৎসার জন্য Help For The Humanity- এর সদস্যদের নিকট আর্থিক ভাবে সহোযোগীতার জন্য সাহায্য কামনা করে।
"মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য"
ভূপেন হাজারিকার এই গানের কথার মতোই Help For The Humanity সংগঠনের সদস্যবৃন্দ ২০১৯ সালের অক্টোবর মাসের ১০ তারিখ হতদরিদ্র সেলিম ভাইয়ের জন্য হতবিল সংগ্রহ করে তার পরিবারের নিকট হস্তান্তর করে। সেলিম ভাই বর্তমানে আল্লাহর রহমতে সুস্থ্য হয়ে নিজের পরিবারের দেখাশোনা করছেন।
“উক্ত কার্যক্রমে মোট অনুদানের পরিমান ছিলো ৪,৭০০/= টাকা।”
0 comments:
Post a Comment