গাজীপুর জেলার, কালীগঞ্জ থানার, জামালপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের দরিদ্র এক মহিলা যার স্বামী কর্মহীন থাকার কারনে কাজ করতে পারেন না। কোন রকম জীবন যাপন করে বেঁচে আছেন। নিজের পরিবার নিয়ে থাকার জন্য নিজের একটি ঘর ছিলনা। ভাঙ্গা টিনের চাল দিয়ে পানি পড়ে ঘরের দেয়াল ভেঙ্গে গিয়েছে। এই ভাঙ্গা ঘরে নিজের ছোট মেয়ে ও স্বামীকে নিয়ে কোন রকম জীবন যাপন করে আসছিলেন। Help For The Humanity সংগঠনটি তাদের দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় বিনামূল্যে বাড়ি নির্মানের লক্ষ্যে এই গরীব দুস্থ্য মহিলার থাকার জন্য একটি টিনের ঘর নির্মাণে এগিয়ে আসে।
Help For The Humanity সংগঠনটি ২০২২ সালের মে মাসের ০৪ তারিখে একটি টিনের ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় সকল উপকরণ প্রদান করেন উক্ত পরিবারের কাছে। বর্তমানে ঐ মহিলা তার স্বামীকে নিয়ে নিজের ঘরে একটু মাথা গোজার ঠাই পেয়েছেন।
“বাড়ি নির্মান সহায়তা-১ কার্যক্রমে মোট অনুদানের পরিমান ছিলো ১৭,৪৪০/= টাকা।”
______________ উক্ত কার্যক্রমের কিছু স্থির চিত্র- _________________
0 comments:
Post a Comment