গাজীপুর জেলার, কালীগঞ্জ থানার, বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের আপেল মিয়ার মেধাবী মেয়ে জামালপুর আর এম বিদ্যাপীঠের - এর অষ্টম শ্রেনীর শিক্ষার্থী। আপেল মিয়া দিন মজুর হওয়ায় টাকার অভাবে মেয়ের জন্য বই কিনতে পারছিলেন না। Help For The Humanity-এর সদস্যগণ বিষয়টি জানতে পারেন এবং পরবর্তীতে ২০২২ সালের এপ্রিল মাসের ৮ তারিখ, আপেল মিয়ার মেয়ের পাঠ্যবই কেনার জন্য নগদ টাকা সহায়তা প্রদান করা হয়। এবং ভবিষ্যতে যে কোন ধরনের সহায়তার জন্য Help For The Humanity-সংগঠন পাশে থাকবে বলে আশ্বস্ত করেছে। নগদ অর্থ প্রদানের সময় সরাসরি উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি দ্বায়িত্বে থাকা আলমগীর হোসেন।
বর্তমানে মেয়েটি তার পড়াশুনা চালিয়ে যাচ্ছে। আপেল মিয়ার স্বপ্ন মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে।
Help For The Humanity-এর সংগঠনের সদস্যগণ সবাই একমত সামান্য কোন কারনে যেন লেখাপড়া থেকে ঝড়ে না যায় কোন শিক্ষার্থী। এরকম মেধাবী শিক্ষার্থীদের পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করবে এই সংগঠন।
“উক্ত কার্যক্রমে মোট অনুদানের পরিমান ছিলো ৩,৫০০/= টাকা।”