করোনা মহামারিতে ২০২০ সালের ঈদুল ফিতরে অসহায় মানুষের সহায়তার জন্য মে মাসের ২৩ তারিখ, গাজীপুর জেলার, কালীগঞ্জ থানার, জামালপুর ইউনিয়নে Help For The Humanity-এর সদস্যদের উদ্যোগে ঈদের জন্য প্রয়োজনীয় খাবার দিয়ে সহায়তার কার্যক্রম হাতে নেয়া হয়। উক্ত কার্যক্রমে Help For The Humanity-এর সদস্যরা উপস্থিত থেকে বিভিন্ন বয়সের মোট ৩০ জনকে প্রয়োজনীয় খাবার দিয়ে সহায়তা করে থাকে।

“উক্ত কার্যক্রমে মোট অনুদানের পরিমান ছিলো ১১,৯৮০/= টাকা।” 

 ______________ উক্ত কার্যক্রমের কিছু স্থির চিত্র- _________________

 

 

২০২০ সালের মার্চ মাস থেকে মহামারি করোনায় মানুষ দিশেহারা। নানা পেশার মানুষ অর্থনৈতিক সংকটের কারনে সংসার চালাতে তখন হিমশিম খাচ্ছিল। নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম ছিল তখন অনেক বেশী। করোনা মহামারিতে অসহায় মানুষদের সহায়তায় Help For The Humanity এগিয়ে আসে।  ২০২০ সালের এপ্রিল মাসের ২৪ তারিখ, গাজীপুর জেলার, কালীগঞ্জ থানার, জামালপুর ইউনিয়নে Help For The Humanity-এর সদস্যদের উদ্যোগে প্রয়োজনীয় খাবার বিতরনের কার্যক্রম হাতে নেয়া হয়। উক্ত কার্যক্রমে বিভিন্ন শ্রেণী পেশার মোট ৩৫ জনকে প্রয়োজনীয় খাবার বিতরন করা হয়। এবং আমাদের ফেইজবুকের অফিশিয়াল পেইজের মাধ্যমে ঢাকার মিরপুর থেকে এক বোন তার পরিবারের জন্য আর্থিক সহায়তা চাইলে তাকেও Help For The Humanity-এর পক্ষ থেকে আর্থিক ভাবে সহায়তা করা হয়।

“উক্ত কার্যক্রমে মোট অনুদানের পরিমান ছিলো ১৯,৬৫০/= টাকা।” 

 ______________ উক্ত কার্যক্রমের কিছু স্থির চিত্র- _________________